চট্টগ্রামে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। হাটহাজারী থানার চৌধুরীহাট স্টেশনে বুধবার (৩১ মে) এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইয়াছিন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আতাউর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেন চৌধুরী হাট স্টেশনে পৌঁছালে ইয়াসিন নামের ওই যুবক চলন্ত অবস্থায় দুই বগির মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে ওঠার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে নিচে পড়লে কাটা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।