শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্মার্টওয়াচ বাজারে পিছিয়ে যাচ্ছে চীন

আপডেট : ০১ জুন ২০২৩, ১৩:২১

বাজারে যত ভালো স্মার্টওয়াচ পাওয়া যায় তার অধিকাংশই চীনের। অন্তত প্রিমিয়াম সেকশনের না হলেও বাজেট অংশের স্মার্টওয়াচের ক্ষেত্রে তা বলাই যায়। কিন্তু সম্প্রতি চীন থেকে স্মার্টওয়াচের শিপমেন্ট কমতে শুরু করেছে। 

চীনের বড় তিন স্মার্টওয়াচ ব্র্যান্ডের ব্যবসা একটু মন্দার দিকেই বৈশ্বিক বাজারে। কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদন জানাচ্ছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীন থেকে স্মার্টওয়াচ রপ্তানি কমেছে ২৮ শতাংশ। অবশ্য সামনের মাসে রপ্তানির হার বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, কিন্তু বর্তমান বৈশ্বিক বাজারের প্রতিযোগিতার চিত্র এই খবরে স্পষ্ট। 

কিউওয়ানের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি। এমনকি চীনের সবচেয়ে বড় স্মার্টওয়াচ রপ্তানিকারক হুয়াওয়ের অবস্থাও ভালো না। তাদের রপ্তানি চলতি বছর ১৫ শতাংশ কমেছে। শাওমির স্মার্টওয়াচও ৪২ শতাংশ কমেছে রপ্তানির হিসেবে। সব কোম্পানির মধ্যে একমাত্র ওপোই কিছুটা টিকে আছে। 

ইত্তেফাক/এআই