মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের আসার আগেই ইনজুরিতে রশিদ খান 

আপডেট : ০১ জুন ২০২৩, ১৭:৩৩

বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। তবে ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না রশিদ খানের। 

এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পিঠের নিচের অংশের চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না রশিদ। তৃতীয় ওয়ানডের জন্য তাকে বিবেচনা করা হলেও সেটিতে রয়েছে অনিশ্চয়তা।

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

শ্রীলঙ্কা সফর শেষ করে প্রথম দফায় টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে না উঠলে বাংলাদেশ সফরও হাতছাড়া হতে পারে রশিদ খানের। 

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুন। এরপর ৪ ও ৭ তারিখে অনুষ্ঠিত হবে পরের দুই ওয়ানডে ম্যাচ।  

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন