পিরোজপুরের কাউখালীতে সাংবাদিকতা জগতের পথিকৃৎ ব্যক্তিত্ব দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৪তম মৃত্যৃবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) উপজেলা জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিকালে জেপির উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেপি’র সহসভাপতি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল জেপি’র যুগ্ন সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, শেখ লিটন, জেপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদার, খান মো. বাচ্চু, নেপাল চন্দ্র ,যুব সংহতির উপজেলা সভাপতি নুরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম কাইয়ুম শেখ, ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেনসহ অনেকে।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।