রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এশিয়াটিক সোসাইটিতে ৯ম-২০তম গ্রেডে চাকরির সুযোগ

আপডেট : ০২ জুন ২০২৩, ০৭:৩২

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ারে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: সহকারী কিউরেটর

পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্ব/ ইতিহাস/ইসলামের ইতিহাস বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ-৩.০০-এর নিচে গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: হিসাব সহকারী

পদসংখ্যা :১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা শাখার যেকোনো শাখায় ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ-৩.০০-এর নিচে গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স :সর্বোচ্চ ৩০ বছর

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৩. পদের নাম :মালি

পদসংখ্যা: ১। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স :সর্বোচ্চ ৩০ বছর

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুলিপি (যদি থাকে) ডাকযোগে/কুরিয়ারে/ ব্যক্তিগতভাবে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনকারী শুধু একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

আবেদন ফি :সাধারণ সম্পাদক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বরাবর ১ নম্বর  পদের জন্য ১,০০০ টাকা, ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ২৫০ টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার/ডিডি (যেকোনো তাফসিল ব্যাংকের শাখা থেকে) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযোজন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সাধারণ সম্পাদক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ৫, পুরাতন সচিবালয় রোড, নিমতলী, রমনা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময় :২৭ জুন ২০২৩।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন