শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে আসবে

আপডেট : ০২ জুন ২০২৩, ০৩:৩৩

ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রিতে দিল্লির সম্মতি পেল নেপাল।

গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডের মধ্যে আলোচনার সময় ভারতীয় পক্ষ ৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ নেপাল থেকে বাংলাদেশে পাঠাতে প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ-বাণিজ্যে সম্মত হয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোত্রা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে ট্রানজিট করে বাংলাদেশে যেতে দেওয়া।’ তিনি বলেন, জলবিদ্যুৎ সহযোগিতা শুধু ভারত ও অন্যান্য দেশের মধ্যে নয়, সমগ্র অঞ্চলের মধ্যে সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

ইত্তেফাক/এমএএম