বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আপডেট : ০২ জুন ২০২৩, ১৪:১২

আবারও বিশ্বে শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তিনি ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন।

সূচকে বলা হয়েছে, টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। গত জানুয়ারির পর থেকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মূল্যবৃদ্ধির কারণে তার সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার।

অপরদিকে বর্তমানে বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৭০০ কোটি ডলার। গত জানুয়ারির পর ২ হাজার ৪৫০ কোটি ডলার সম্পদ হারিয়েছেন তিনি।

 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্টের পরে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার। আর বিল গেটসের ১২ হাজার ৬০০ কোটি ডলার।

ইলন মাস্কের বর্তমান বয়স ৫১ বছর এবং বার্নার্ড আর্নল্টের বয়স ৭৪ বছর। এর আগে গত বছরের ডিসেম্বরে ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন আর্নল্ট।

ইত্তেফাক/এফএস