বগুড়া শহরের সূত্রাপুর এলাকার পৌর উচ্চ বিদ্যালয়ের পেছনে শুক্রবার (২ জুন) সকালে একটি বাড়ির সংস্কারের সময় সিলিংয়ে পড়ে থাকা ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত আব্দুল বাছেদ শাজাহানপুরের আতাইলের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ১৯৯৫ সালে দুলাল আহম্মেদ নামের এক ব্যক্তি সূত্রাপুর এলাকায় এই টিনশেড বাড়িটি কিনে নেন। এরপর থেকে স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে তিনি এই বাড়িতেই বসবাস করতেন। ২০১৫ সালে দুলাল আহম্মেদের মৃত্যুর পর এ বাড়ি তিনি স্ত্রী ছকিনা ও মেয়ে সেলিনা শিউলীকে দিয়ে দেন। এরপর থেকে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক সেলিনা শিউলী তার মাকে নিয়ে টিনশেড এই বাড়িতেই বসবাস করতেন। নতুনভাবে এই বাড়ি পুনর্র্নিমাণের জন্য শিউলী তিন দিন আগেই বাড়িটি ছেড়ে দিয়ে ভাড়া বাসায় উঠেন। শুক্রবার সকালে বাছেদ নামের ওই রাজমিস্ত্রী বাড়ির কাজ শুরু করেন। টিনের ছাদ ওঠাতে গিয়ে একটি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে নির্মাণ শ্রমিক বাছেদ আহত হন। তবে তিনি আশঙ্কাকামুক্ত।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এটি কী ধরনের বস্তু তা আমরা নিশ্চিত নই। তবে সেখানে আরও দুটি গোলাকার বস্তু দেখা গেছে। ইতোমধ্যে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই টিম আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিরাপত্তার খাতিরে ওই বাসার সবাইকে অন্যত্র চলে যেতে বলেছি। এ ছাড়া এ ঘটনায় আরও খোঁজখবর করা হচ্ছে।