সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২৩, ১৮:১৬

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সৌম্য (২৮) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জুন) বিকাল ৪টার দিকে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরুল হক নাফিউ (২৪) নামে আরেক ছাত্র নিখোঁজ রয়েছেন। 

সৌম্য ও নাফিউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিউভার্সিটির (ইউআইইউ)  ইলেকট্রনিকস এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র।

মাওয়া নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে পাঁচ বন্ধু শুক্রবার সকাল ৯টার দিকে মাওয়া এলাকায় আসেন। পরে স্পিডবোট নিয়ে তারা মাঝ পদ্মায় গোসল করতে যান। পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছাকাছি দুজন গোসল করতে নামলে স্রোতের কারণে তলিয়ে যান। নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীতে উদ্ধার অভিযানে নেমেছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ পুলিশের ডুবুরিদল।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুব হোসেন বলেন, খবর পেয়ে পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করা হয়। নিখোঁজ ছাত্রের সন্ধানে অভিযান চলছে।

ইত্তেফাক/এবি