বেআইনি আচরণের অভিযোগে অভিযুক্ত একটি সংবাদপত্র গোষ্ঠীর বিরুদ্ধে মামলার সাক্ষ্য দিতে যাচ্ছেন প্রিন্স হ্যারি। ১৩০ বছরের মধ্যে এই প্রথম ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্য আদালতে সাক্ষ্য দিতে যাবেন।
লন্ডনের একটি আদালতে তিনি একটি মামলায় সাক্ষ্য দিতে হাজির হবেন। হ্যারিসহ শতাধিক তারকা এবং জনপ্রিয় ব্যক্তিত্ব ডেইলি মিররের প্রকাশক সংস্থা মিরর গ্রুপ নিউজপেপারসের (এমজিএন) বিরুদ্ধে মামলাটি করেছেন।
এর আগে ১৮৭০ সালে সপ্তম এডওয়ার্ড বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। তার ২০ বছর পর তাস খেলা নিয়ে আরও একটি অপবাদের মামলায় তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এবার ১৩০ বছর পর হ্যারি প্রথমবারের মতো রাজপরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে আদালতে সাক্ষ্য দেবেন।
গত ছয় মাসে তিনি প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন। যার কারণ ছিল ব্রিটিশ গণমাধ্যমের সঙ্গে তার আইনি সংঘর্ষ, তার স্মৃতিকথা এবং নেটফ্লিক্সে তথ্যচিত্র প্রকাশ। সেখানে তিনি অভিযোগ এনেছিলেন, রাজপরিবার ও অন্যান্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে ট্যাবলয়েড সংবাদপত্র জড়িত আছে। এবার আদালতে তার উপস্থিতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে।
গত মাসে শুরু হওয়া শুনানিতে বলা হয়েছে, এমজিএনের সাংবাদিক বা তাদের পরিচালিত বেসরকারি তদন্তকারীরা বড় আকারের ফোন হ্যাকিং করেছে এবং রাজকুমার ও অন্য দাবিদারদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আরও বেআইনি কাজ করেছে।
অভিযোগকারীদের আইনজীবী ডেভিড শেরবোর্ন জানান, এসব কাজ জ্যেষ্ঠ সম্পাদক এবং নির্বাহীদের অনুমোদন নিয়েই করা হয়েছিল।