রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মহিলা পরিষদ প্রতিবেদন

মে মাসে নির্যাতনের শিকার ৩১০ নারী ও কন্যাশিশু

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৩:৩০

চলতি বছরের মে মাসে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৩০১ জন নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৯ কন্যাসহ ৬৫ জন। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে জানা যায়, মে মাসে আট জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, একজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ছয় জন কন্যাশিশুসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৭ জন কন্যাশিশুসহ ২৫ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১৫ জন কন্যাশিশুসহ ১৬ জন। এ সময় নারী ও কন্যাশিশু পাচারের ঘটনার শিকার হয়েছে দুই জন। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে একজন। অগ্নিদগ্ধের কারণে তিন জন মৃত্যুবরণ করেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন। এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে পাঁচ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০ জন কন্যাশিশুসহ ১৬ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে পাঁচ জন। বিভিন্ন কারণে চার জন কন্যাশিশুসহ ৪৮ জনকে হত্যা করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম