দাউদকান্দি উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪ হাজার ৬১১টি নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের পাওয়া গেছে।
দাউদকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তারেক রহমান বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে এই এলাকার ৩৩ হাজার ৩৫৭টি নলকূপের পানি পরীক্ষা করা হয়। এতে ১৪ হাজার ৬শ ১১টিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। আর্সেনিক মুক্ত রয়েছে ১৮ হাজার ৯১৯টি। উপজেলার মালিগাও ইউনিয়নের শতকরা ৯৫ ভাগ নলকূপেই আর্সেনিকের উপস্থিতি রয়েছে বলে পরীক্ষার ফলাফলে জানা যায়। এ ইউনিয়নের মানুষ যাতে আর্সেনিক মুক্ত পানি পান করতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এ অঞ্চলে অনেকে সরকারি টিউবওয়েল নিয়ে অনেকে জনসাধারণকে পানি দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশলী বলেন, অঙ্গীকার নামায় দস্তখত করেও যদি কেউ জনগণকে পানি দিতে অনীহা প্রকাশ করে তবে তা আমাদেরকে জানালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।