মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এইচপি কোচিং প্যানেলে আশরাফুলকে যুক্ত করতে চায় বিসিবি

আপডেট : ০৩ জুন ২০২৩, ১০:২১

বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি ব্যাট হাতে গোটা বিশ্বের কাছে নতুন করে পরিচয় করিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। দীর্ঘদিন খেলেছেন টাইগারদের জার্সি চাপিয়ে। তবে এক কালো অধ্যয়ে ইতি ঘটেছে তার জাতীয় দলের ক্যারিয়ারে। বর্তমানে আশরাফুলের খেলোয়াড়ি জীবন শেষের পথে। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন এক দশক আগে। ঘরোয়া ক্রিকেটেও নন নিয়মিত। গেল ঢাকা প্রিমিয়ার লিগের আগে জানিয়ে ছিল এ আসরই হবে তার খেলা ডিপিএলের শেষ আসর। তবে ক্রিকেটার হিসেবে যাত্রা এখানে থামলেও আশরাফুলকে নতুন ভূমিকায় পেতে আগ্রহ প্রকাশ করেছে বিসিবি।

সম্প্রতি আরব আমিরাত থেকে আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। যার ফলে জুনিয়র লেভেল থেকে জাতীয় দল; সব পর্যায়ে কোচিং করাতে পারবেন তিনি। তাকে সুযোগ করে দিতে চায় ক্রিকেট বোর্ডও। হেড কোচ ডেভিড হেম্পের অধীনে গেলো মাসে শুরু হয়েছে এইচপি ক্যাম্প। সেই কোচিং প্যানেলে আশরাফুলকে যুক্ত করতে দেওয়া হবে প্রস্তাব। 

এ সম্পর্কে বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের ভাইস চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট পপুলার হয়েছে আইসিসি ট্রফি জেতার পর। আর ব্যক্তিগতভাবে কাউকে আইকন ভাবলে সেটা কিন্তু আশরাফুল। অনেক জনপ্রিয় ছিল ও, সম্প্রতি লেভেল থ্রি কোচিং করেছে। ওকে দেশের ক্রিকেটে ইনভলব (সম্পৃক্ত) করতে পারলে সেটা দেশের জন্য অনেক ভালো হবে।’

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন