কয়েকদিন আগেই গুগল আইও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানে গুগল তাদের একাধিক পণ্য উন্মুক্ত করেছে। গুগলের প্রথম ফোল্ডেবল ট্যাব, পিক্সেল সেভেন-এ এবং সেভেন দেখানো হয়েছে। কিন্তু আগ্রহের তুঙ্গে থাকা এইট সিরিজের বিষয়ে তারা চুপ থেকেছেন। কেন?
একটি কারণ হতে পারে, গুগল আইও কনফারেন্সের আগে এইট সিরিজের কোনো ছবি বা তথ্য ফাঁস হয়নি। স্টিভ হ্যামারস্টোফারের মতো ব্যক্তিও এই সিরিজের কোনো ছবি ফাঁস করেননি। যদিও তিনি সবসময় প্রত্যাশিত ফোনের সব ছবি ফাঁস করে থাকেন। কিন্তু সেভেন সিরিজের ক্ষেত্রে হিসাব আলাদা। এই ফোনের অনেক ছবি ও তথ্য আগেই ফাঁস হয়েছে। আর প্রোটোটাইপ ডিভাইস এত ফাঁস হয়েছে যে গুগলকে বাধ্য হয়ে সেভেন-এ সিরিজের ঘোষণা দিতে হয়েছে। কিন্তু এইট সিরিজের ক্ষেত্রে এমন কিছুর মুখোমুখি তাদের হতে হয়নি।
দীর্ঘদিন পর গুগল আইও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ফোন এদিন উন্মুক্ত করা হয়েছে। সঙ্গত কারণেই প্রত্যাশা ছিল এইট সিরিজের ঘোষণাও পাওয়া যাবে। তা হয়নি। তবে গুগল বোধহয় বিষয়টি নিয়ে চিন্তিত নয়। কারণ পিক্সেল সিরিজ এমনিতেও ব্যাপক জনপ্রিয়। তাই তাদের বিষয়টি নিয়ে এত ভাবতে হয়না। তারা বছরের শেষে একটি টিজার দিয়েও সিরিজটির জনপ্রিয়তা আদায় করে নিতে পারবে। আবার এই ঘোষণা না দেওয়ার মাধ্যমে তারা সেভেন সিরিজের ফোন বেশি বিক্রির কায়দাও করে থাকতে পারে। কারণ আরো ভালো স্পেক পেলে কেউ কেউ হয়তো অপেক্ষা করবেন নতুন ফোনের জন্য। তাই গুগলের এই সিদ্ধান্তের পক্ষে অনেকগুলো যুক্তিই খুঁজে পাওয়া যাচ্ছে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি