রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুমিল্লায় ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৩, ২০:০৩

কুমিল্লায় আন্তঃনগর ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কায় বাবা ও ছেলেসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) বিকাল ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি পাকামুড়া গ্রামের সোহাগ মিয়া (৩৫) ও তার ছেলে সোহেল মিয়া (১২)। 

জানা যায়, বিকাল ৪টার দিকে সিএনজি অটোরিকশাটি দ্রুত জেলখানা বাড়ি রেলক্রসিং পার হতে গিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাটির যাত্রী সোহাগ মিয়া ও তার ছেলের মৃত্যু হয়। 

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পরে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি দাঁড়ালে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা থেকে স্থানীয়রা বাবা-ছেলের লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/এবি/পিও