ঘরোয়া ক্রিকেটে ভালো দেশি আম্পায়ার সংকট অনেক দিনের। রয়েছে খেলার মধ্যে আম্পায়ারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিতর্কও। তবে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন সামনে দেশি আম্পায়ারিংয়ে উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করা হচ্ছে এছাড়া নিয়োগ দেওয়া হবে নতুন আম্পায়ারও। আর সেই কথা অনুযায়ী এবার নতুন আম্পায়ারের খোঁজে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।
জানা গেছে, ‘কোয়ালিফাইং আম্পায়ারিং কোর্স’ চালু করতে যাচ্ছে বিসিবি। আর তাই গতকাল শনিবার (৩ জুন) নতুন আম্পায়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়, আগামী ২৩ জুলাই থেকে ২৭ জুলাই ৫ দিনব্যাপী মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলবে প্রশিক্ষণ কর্মশালা।
এর আগে আগামী ১৫ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। এ সময় আবেদনকারীদের বয়স ৩৫ এর কম ও এইচএসসি পাশ করার শর্ত দেওয়া হয়েছে। তবে লিস্ট-এ ক্রিকেটার ও জেলা ক্রিকেটের প্রতিনিধিদের এ ব্যাপারে ছাড় দেওয়া হবে। আবেদনের বিস্তারিত তথ্য বিসিবির ওয়েবসাইটে ও ফেসবুক পেজে দেওয়া হয়েছে।