সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

আপডেট : ০৪ জুন ২০২৩, ২০:৫৩

টাঙ্গাইলের মধুপুর উপজেলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায়  দুই কিশোর নিহত হয়েছেন। রোববার (৪ জুন)  বেলা ১১টার দিকে গারোবাজার ও কাকরাইদ সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির হোসেন (১৮), একই গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব( ১৬)। আহত আনিছুর রহমানের ছেলে সাদিক (১৮)।

স্থানীয়দের বরাত দিয়ে মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘাটাইল উপজেলার তিন কিশোর সকালে বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে  মধুপুরের রাবার বাগানে বেড়াতে বের হয়। ফেরার পথে মহিষমারা ইউনিয়নের হাজীবাড়ি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে  ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়। এ সময় আহত অপর আরোহীকে দ্রুত উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে