রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৩৭০ কোটি টাকায় বিক্রি হলো বালিময় জমি

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:৪৭

৩৪ মিলিয়ন ডলার বা ৩৭০ কোটি টাকায় বিক্রি হয়েছে শূন্য একটি বালিময় জমি। তবে জমিটি সাধারণ কোনো এলাকায় নয়। এটি দুবাইর বিখ্যাত জুমেইরাহ বে দ্বীপের একটি খালি জমি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ উদ্যোক্তা উমর কামানি ২০২১ সালে এই জমিটি কিনেছিলেন ১০ মিলিয়ন ডলারেরও কম খরচ করে। অথচ দুই বছরের মাথায় তিনি এটি বিক্রি করলেন ৩৪ মিলিয়ন ডলারে! 

দুবাইর বিখ্যাত জুমেইরাহ বে দ্বীপ

এই জমি বেচা-কেনা সংক্রান্ত সকল কিছু পরিচালনা ‘করছে নাইট ফ্রাঙ্ক’ নামে রিয়েল স্টেট এজেন্সি। এই কোম্পানির কর্মকর্তা অ্যান্ড্রু কামিংস বলেন, জুমেইরাহ বে হল সবচেয়ে এক্সক্লুসিভ জমিগুলোর মধ্যেও এক্সক্লুসিভ। এটি অতি-উচ্চ সম্পদের অধিকারী ব্যক্তিদের জন্য।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন