শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিত-কোহলির প্রশংসায় পঞ্চমুখ গ্রিন

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:১৪

আগামী ৭ জুন শুরু হতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিতের অধীনে খেলেছেন গ্রিন। আসন্ন ফাইনালে রোহিতের সঙ্গে কাটানো অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। এছাড়াও গ্রিন জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি হতে পারে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। 

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটকে (আইসিসি) দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিন বলেন, সর্বশেষ আইপিএলে রোহিতের শান্ত মেজাজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাজে লাগবে। গেল বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে গ্রিনকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৬তম আসরে ১৬ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৫২ রান এবং ৬ উইকেট নেন গ্রিন। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। 

প্রথম আসরে দারুণ পারফরমেন্সের পরও মুম্বাইকে ফাইনালে তুলতে পারেননি গ্রিন। রোহিতের নেতৃত্বাধীন মুম্বাই দ্বিতীয় কোয়ালিফায়ার থেকেই বিদায় নেয়। মুম্বাইয়ে দলে থাকা অবস্থায় অধিনায়ক রোহিতের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন গ্রিন। সেই অভিজ্ঞতা থেকে গ্রিন বলেন, ‘রোহিতের মধ্যে যে প্যাশন আছে সেটা খুব কমই দেখা যায়। গত ১০ বছর ধরে একই ভাবে আছেন রোহিত। তার সঙ্গ পাওয়া এবং এরকম পরিস্থিতিতে কথা বলা ছিল দারুণ অভিজ্ঞতা।’

বিরাট কোহলি।

আইপিএলে বিভিন্ন টিপস দিয়ে রোহিত সহযোগিতা করেছেন বলে জানান গ্রিন। তিনি আরও বলেন, ‘আমার ভূমিকা ছিল আগ্রাসী ক্রিকেট খেলা এবং যেভাবে সাফল্য পাওয়া যায় সেভাবে খেলা। স্পিন বা পেস হোক আগ্রাসী খেলা। বোলার বুঝে আগ্রাসী হওয়া।’ 

গ্রিনের মতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া জন্য বড় হুমকি হতে পারেন কোহলি। তিনি বলেন, ‘আমি মনে করি, বড় ম্যাচগুলোতে সবসময় নিজেকে সেরা রূপে ফুটিয়ে তুলতে চেষ্টা করেন কোহলি।’

 

ইত্তেফাক/জেডএইচ