বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একদিনে করোনায় আক্রান্ত ৬৮

আপডেট : ০৪ জুন ২০২৩, ২০:০৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ২৯ হাজার ৪৪৬ জন। শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন।

রবিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৩৫৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯০টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

 

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন