সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টেস্ট দলে দিপু-মুশফিকের ডাক পাওয়ার কারণ

আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:০৪

চলতি মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। চমক রেখে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। 

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি মিডল অর্ডার ব্যাটার দিপুর। এখন অবধি ২০টি প্রথম শ্রেনির ম্যাচে দু’টি সেঞ্চুরি ও ১০টি ফিফটিতে ১২৬৫ রান করেছেন তিনি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য দিপু। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সিরিজে দুটি ফিফটি করেন এই ডানহাতি ব্যাটার।

এদিকে, ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরই চমক দেখান মুশফিক। ১৩ ম্যাচে তিনবার ফাইফার নিয়ে ৪৯ উইকেট শিকার করেন মুশফিক। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলেন তিনি।

এই দুই তরুণের ডাক পাওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।'

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন