শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজৈর সীমান্ত এলাকা থেকে ৬ প্রতারক আটক

আপডেট : ০৪ জুন ২০২৩, ২২:১৬

মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর সীমান্ত এলাকা থেকে ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সারিস্তাবাদ থেকে প্রতারকদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন সারিস্তাবাদ গ্রামের উজির মুন্সীর পুত্র সজীব মুন্সী(৩০), সেলিম শেখের পুত্র রাজিব শেখ (২১), জাফর মণ্ডলের ছেলে জুবায়ের মণ্ডল(২১), আয়ুব আলীর বেপারীর ছেলে রাকিব বেপারী (২০), খবির ফকিরের ছেলে আজিজুল ফকির ও নুরুল হক মুন্সীর ছেলে শিপন মুন্সী। 

প্রতারক সজীব জানায়, আমাদের এ দলটি কিছুদিন যাবৎ এ কাজ শুরু করেছি মাত্র।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানায়, প্রতারকরা বিভিন্ন এ্যাপস ব্যবহার করে টার্গেট ব্যক্তির বিকাশ ও নগদ একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের কাছ থেকে ১১টি ফোন সেট  ও ১১টি সিম উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/পিও