মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাসিক নির্বাচন: নৌকার মেয়র প্রার্থী লিটনের গণসংযোগ

আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:৩১

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে প্রচন্ড রোদ ও গরমের মধ্যে মানুষের দুয়ারে দুয়ারে গণসংযোগ করেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার (৫ জুন) সকাল নগরীর ২৯নম্বর ওয়ার্ডের জাহাজঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

এরপর একে একে খোঁজাপুর, স্কুলমোড়, সাতবাড়িয়া, ডাঁশমারি, মিজানের মোড়সহ বিভিন্ন এলাকা গণসংযোগ ও পথসভা করেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন।

রাজশাহীতে গণসংযোগ করছেন সরকার দলীয় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: ইত্তেফাক

এ সময় মানুষের কাছে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নৌকা মার্কায় ভোট চান খায়রুজ্জামান লিটন।

ইত্তেফাক/আরএজে