সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শুরুর আগেই শেষ লিচের অ্যাশেজ

আপডেট : ০৫ জুন ২০২৩, ১৭:১১

অ্যাশেজ শুরু হতে বাকী আর দুই সপ্তাহ। তার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। পিঠে ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। লর্ডসে গত শনিবার (৩ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া একমাত্র টেস্টে ইনজুরিতে পড়েন ৩১ বছর বয়সী লিচ। ম্যাচে দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রাখেন তিনি। 

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘লন্ডনে রোববার করা স্ক্যানে লিচের স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। যা আসন্ন অ্যাশেজ টেস্ট সিরিজ থেকে তাকে ছিটকে ফেলেছে। সমারসেটের এই বাঁ-হাতি স্পিনারের বদলি হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেনি ইসিবি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিচের জায়গা পূরণ করতে বেশ বেগ পেতে হবে নির্বাচকদের। 

গত শনিবার অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের ঘোষিত ইংল্যান্ড দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন লিচ। তার অনুপস্থিতি স্পিন বিভাগে ইংল্যান্ডকে বড় পরীক্ষার মুখে ফেলবে। এতে পেস অ্যাটাক দিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করতে পারেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকস। বিকল্প স্পিনার হিসেবে থাকছেন জো রুট। আগামী ১৬ জুন থেকে এডজবাস্টনে শুরু হবে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন