রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু 

আপডেট : ০৫ জুন ২০২৩, ২০:২৫

গাজীপুরের শ্রীপুরে বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে তন্ময় হোসেন মেহেদী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের ভিকার ইলেকট্রনিকস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী কুমিল্লা জেলার সদর থানার আমানকড্ডি গ্রামের গাড়ির চালক মিজানুর রহমান বাবলুর ছেলে। মেহেদী তার বাবার গাড়িতে সহযোগী হিসেবে কাজ করতো।

নিহতের বাবা মিজানুর রহমান বলেন, তিনি কন্টেইনারবাহী লড়ি চালক। রোববার রাতে চট্টগ্রাম থেকে কন্টেইনার নিয়ে শ্রীপুর লোহাগাছ এলাকায় ভিকার ইলেকট্রনিকস কারখানায় এসেছিলেন। গাড়ি আনলোডের সময় গাড়ির ভেতরে বসে তিনি ঘুমাচ্ছিলেন আর তার ছেলে গাড়ির নিচে কার্টুন বিছিয়ে ঘুমাচ্ছিল। সোমবার দুপুর দেড়টার দিকে চলে যাওয়ার আগে ছেলেকে গেটপাস আনতে বলে গাড়িতে ঘুমিয়ে পড়ে। ছেলে গেটপাস আনতে না গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। সেটা তিনি বুঝতে পারেনি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ছেলেকে দেখতে না পেয়ে কারখানার ভেতর থেকে গাড়ি বের করার সময় ঘুমন্ত সন্তানের ওপর দিয়ে গাড়ি চালালে সে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও