বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

আওয়ামী লীগের সংঘর্ষে রণক্ষেত্র চৌদ্দগ্রাম, আহত ১৫

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৩:৩০

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম। সর্বশেষ প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভাংচুর করা হয়েছে গাড়ি ও ভবনের কাচ। টায়ার জ্বালিয়ে অবস্থান করায় মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৮টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

ভাংচুর করা হয়েছে ভবনের কাচ

স্থানীয় সংসদ সদস্য মজিবুল হক মুজিব ও সাবেক মেয়র মিজানুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের পিকেটাররা দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেল দিয়ে বেশকিছু গাড়ি ভাংচুর করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন স্পটে সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষ শুরু হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় উপজেলার গোমারবাড়ী এলাকার আবদুর রশিদ মোল্লার ছেলে আব্দুল হামিদকে (৪৫) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে থানার এসআই শামীম (৪২), রামরায় গ্রামের সামির হোসেন (২৩), গোমারবাড়ীর আবুল কালামের ছেলে সাজ্জাদ হোসেন (২০), নোয়াপাড়ার বজলুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (২৫), বৈদ্দেরখীল এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহীন (১৬), একই এলাকার সাদেক ড্রাইভারের ছেলে এনামুল হক (৩৩), গোমারবাড়ীর ছোটন মজুমদারের ছেলে আরাফাত সানি (২০), সেনেরখীল আলাকার মো. স্বপনের ছেলে সাকিল (৩০), পাড়াগ্রামের আব্দুর রশিদের ছেলে সজীব (২১), লক্ষ্মীপুর আলাকার সফিকুর রহমানের ছেলে মনির হোসেন (৩৭), নুরুল ইসলাম ড্রাইভারের ছেলে হানিফ (৩৩)।

প্রসঙ্গত, এখনও বিক্ষিপ্তভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। মাঝেমধ্যে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

ইত্তেফাক/এসকে