মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আদালতে হাজির প্রিন্স হ্যারি

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭:১৮

সেন্ট্রাল লন্ডনের হাইকোর্টে পৌঁছেছেন প্রিন্স হ্যারি। মিরর গ্রুপ নিউজপেপার্সের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষী দিবেন তিনি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শতাধিক তারকা ও বিখ্যাত ব্যক্তি এ মামলা করেছেন। খবর বিবিসি। 

তিনি আজ প্রথমবারের মতো সাক্ষ্য দেবেন এবং ১৩০ বছরের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে আদালতে সাক্ষ্য দিয়ে বিরল ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিন্স হ্যারি। 

ব্রিটিশ রাজসিংহাসনে আরোহণের অপেক্ষমাণ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে আইনি বিরোধ এবং স্মৃতিকথা প্রকাশ ও নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ ঘিরে গত ছয় মাস প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। স্মৃতিকথা ও ডকুমেন্টারি সিরিজে হ্যারি ট্যাবলয়েড পত্রিকাগুলোর সঙ্গে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের যোগসাজশ থাকার অভিযোগ আনেন।

ইত্তেফাক/এফএস