জিও নিউজের নির্বাহী প্রযোজক জুবেইর আনজুমকে করাচিতে মডেল কলোনির বাসভবন থেকে তুলে নেয়া হয়েছে। সোমবার (৫ জুন) দিবাগত শেষ রাতের দিকে তাকে তুলে নেওয়া যায়। মডেল কলোনি পুলিশ স্টেশনে এ বিষয়ে মামলা করা হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
আনজুমের প্রতিবেশীদের বরাত দিয়ে জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার দিবাগত শেষ রাতের দিকে মডেল কলোনির কাছে ক্রসিংয়ে অবস্থান নেয় দুটি পুলিশ ভ্যান এবং ডাবল-কেবিন বিশিষ্ট যান। আনজুমকে তাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
আনজুমের ভাই ওয়াজাহাত বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে কর্মকর্তারা। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয়। তারা বাড়িতে প্রবেশ করে জুবেইর ভাইকে খুঁজতে থাকে। এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে নিয়ে যায়। তার মোবাইল ফোনও নিয়ে গেছে তারা।
এদিকে স্থানীয় থানার পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে তাদের কাছে কোনো খবর নেই। তাদের কোনো সদস্য আনজুমকে আটক/গ্রেপ্তার করেনি।
কোরাঙ্গির এসএসপি তারিক নওয়াজ জানান, কোরাঙ্গি জেলা পুলিশের স্টেশনগুলো আনজুমকে গ্রেপ্তার করেনি। আমরা বিষয়টি তদন্ত করছি। আনজুমকে নিরাপত্তা হেফাজতে নেয়ার বিষয়ে কোন পুলিশ স্টেশন বা ইউনিট রিপোর্ট করেনি।
এদিকে এ বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করে করাচি প্রেস ক্লাব এক বিবৃতিতে জানায়, আনজুম তাদের একজন সদস্য। যে বা যারা এই কাজ করেছে তারা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে। তারা রাষ্ট্রীয় সন্ত্রাস।
তারা সরকারকে বিষয়টিতে আমল দেয়ার আহ্বান জানিয়েছে।