রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হঠাৎ মিরপুরে সাকিব, দেখলেন দলের অনুশীলন

আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:০৬

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এক মাত্র টেস্ট দলে নেই সাকিব আল হাসান। তাই অনুশীলনে নেই, তিনি ছিলেন দেশের বাইরে পরিবারের কাছে। তবে হুট করেই গতকাল মঙ্গলবার (৬ জুন) দুপুরে মিরপুরে দেখা গেল দলের বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। 

জানা গেছে, গত পরশু সোমবার (৫ জুন) সকালে যুক্তরাষ্ট্র হতে দেশে ফিরেছেন তিনি। এরপর মঙ্গলবার হাতের সবশেষ অবস্থা জানতে এক্স-রে রিপোর্ট নিয়ে মিরপুরে হাজির হয়েছেন সাকিব। সবশেষ আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান এই টাইগার অলরাউন্ডার। যে কারণে তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি তার।

এদিকে গতকাল মিরপুরে এসে গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর থেকে তিনি খানিকটা সময় সতীর্থদের অনুশীলন দেখেছেন। এছাড়া মাঠ ছাড়ার আগে ইনডোর মাঠে গিয়ে টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও দেখা করেছেন সাকিব। এদিকে টেস্ট দলে না থাকলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে টাইগার এ অলরাউন্ডারের।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন