সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রশিদকে ছাড়াই বাংলাদেশে আসবে আফগানিস্তান

আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮:২১

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। বুধবার (৭ জুন) টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান। 

চোটের কারণে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে যান রশিদ খান। তৃতীয় ওয়ানডেতে দলে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা হয়নি এই স্পিনারের। বাংলাদেশের বিপক্ষে আফগানদের নেতৃত্বে দেবেন হাসমতউল্লাহ শাহিদী। 

আগামী ১৪ জুন থেকে একমাত্র টেস্ট মিরপুর শেরে-ই বাংলায় শুরু হবে। খেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টা থেকে। এরপর ১৬ দিন বিরতি দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ। 


 

 

 

 

 

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন