বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভিপিএনে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায় 

আপডেট : ০৭ জুন ২০২৩, ২০:০৮

নানা ধরনের কাজে অনেকেরই ভিপিএন প্রয়োজন হয়। সচরাচর ফ্রি ভিপিএন অ্যাপ ব্যবহার করেই অনেকে কাজ করেন। কিন্তু ভিপিএন ব্যবহারের সময় ব্রাউজিং স্পিড কমে যায়। ভিপিএন ব্যবহারের সময় ইন্টারনেট ট্রাফিককে এনক্রিপশন বা সুরক্ষিত করার জন্য একটি রিমোট সার্ভারে পাঠানো হয়। 

এনক্রিপশনের কারণে ডিভাইসে ইন্টারনেট পৌঁছুতে কিছুটা সময় বেশি লাগবে সেটাই স্বাভাবিক। এ কারণে ভিপিএন ব্যবহার করলে অধিকাংশ সময় নেটওয়ার্ক স্পিড সাধারণের চেয়ে কিছুটা কমে যায়। তবে সবসময় যে কম থাকে তা নয়। কিছু সময় ভিপিএন ব্যবহারের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়ানোর তথ্যও পাওয়া গিয়েছে।

তবে আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে ইন্টারনেটের গতি একটু বাড়তে পারে। সাধারণত ফ্রি ভিপিএন বেশি ব্যবহার করা হয় যা সচরাচর নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার কারণে ইন্টারনেটের গতি বাড়ানো কঠিন হয়ে যায়। তবে প্রিমিয়াম ভিপিএনের বেশ দামি হয়ে থাকে। 

ইত্তেফাক/এআই