ফরিদপুরের মধুখালীতে ৩০ কোটি টাকা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে চিনিকল শ্রমিকরা। বুধবার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে।
ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিতেত্ব সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আবুল বাশার বাদশা, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মো. জহুরুল হক, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. রফিকউদ্দিন মোল্যা ও মো. কাজলসহ অনেকে।
মাবনবন্ধনে বক্তারা বলেন, ফরিদপুর চিনিকলের ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত ৩‘শ ২৬ জন শ্রমিক কর্মচারীর ও কর্মকর্তাদের গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা রয়েছে। ৭/৮ বছর অবসর গ্রহণ করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারণে ৩‘শ ২৬টি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩‘শ ২৬টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
আসন্ন ঈদুল আযহার আগেই আমাদের পাওনা টাকা পরিশোধ করে পরিবার নিয়ে ঈদ উদযাপনে সহযোগিতা করবেন। মানববন্ধন কর্মসূচি পরবর্তী একটি বিক্ষোভ মিছিল ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মানবন্ধনস্থলে শেষ হয়।