শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে নিহত ৩ 

আপডেট : ০৭ জুন ২০২৩, ২২:১০

কক্সবাজারের-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া মোটরসাইকেল ও টমটমের (ইজিবাইক) সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ সময় আহত আরো একজন চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

বুধবার (৭ জুন) বেলা ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তিনজন হলেন, যশোরের আবদুস সাত্তারের ছেলে ও ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটি ইনচার্জ ইজিবাইক যাত্রী ইমারত মোল্লা (৩৮), বাইক আরোহী উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়া এলাকার হাজী গুরা মিয়ার ছেলে ও কক্সবাজার সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আকতার কামাল (২০) ও রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার ফরিদ মিস্ত্রির ছেলে আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিদুয়ান (১৭)।

আহত চিকিৎসাধীন ইজিবাইক চালক জয়নাল আবেদীন জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার বাসিন্দা।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহাজাহান জানান, দুর্ঘটনা কবলিত টমটম ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/পিও