বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘পুঁজিবাজারের বিষয় বিবেচনা করবে সরকার’

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৮:২০

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, পুঁজিবাজারের বিষয় বিবেচনা করবে সরকার।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ দরকার। বাজেটে স্টেকহোল্ডারদের একটি দাবি ছিল, তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানিগুলোর কর হারের ব্যবধান বাড়ানো। বাজেটে এর প্রতিফলন হয়নি। তিনি জাতীয় সংসদে বিষয়টি তুলে সংশ্লিষ্টদের নজরে আনবেন।এছাড়া সরকার বিষয়টি বিবেচনায় নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনা সভায় বুধবার (৭ জুন)  মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির বিবেচনায় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ছয় শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত হয়নি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে নিজস্ব ঠিকানা তৈরি করে দেওয়া হচ্ছে। সেখানে আয়ের সুযোগের পাশাপাশি সুপেয় পানি, নিরাপদ পয়ঃনিষ্কাশন সুবিধা পাচ্ছে তারা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীও আমদানিনির্ভর পণ্যে মজুদ গড়ে তোলার পক্ষে। বিভাগীয় পর্যায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) এর মজুদ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। চালের মজুত তৈরি করার ফলে এখন বাজার স্বাভাবিক। একইভাবে অন্যান্য পণ্যেরও মজুতের দরকার।

 

ইত্তেফাক/আরএজে