শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজ টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:৪৪

তীব্র তাপদাহের কারণে আজ বৃহস্পতিবার (৮ জুন) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল স্তরের মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে সরকার। এবার সব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৭ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের ভোকেশনাল শাখার পরিচালক মো. সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করলেও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কিছু বলা হয়নি। সাধারণত সরকারিগুলো বন্ধ হলে বেসরকারি প্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করে।

এর আগে বৃহস্পতিবার হাইস্কুল ও মাদ্রাসার ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয় তীব্র তাপপ্রবাহের কারণে।

ইত্তেফাক/আর