দৈনিক ইত্তেফাক পত্রিকার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সংবাদদাতা মনিরুজ্জামান ধীরুর বাবা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো তোফাজ্জল হোসেন মারা গেছেন। তার বয়স ৮৪ বছর।
দর্শনা আকন্দবাড়িয়ার গ্রামের নিজ বাড়িতে বুধবার (৭ জুন) বিকেলে তিনি শেষ নিঃশ্বান ত্যাগ করেন।
ওই দিন রাত ১০টার জানাজা শেষে গ্রামের গোবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। জানাজায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান, দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলীসহ অনেকেই উপস্থিত ছিল।