রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আফগানিস্তানে ডেপুটি গভর্নরের জানাজায় বিস্ফোরণ, নিহত ১১

আপডেট : ০৮ জুন ২০২৩, ১৮:৩৭

চলতি সপ্তাহে বোমা হামলায় নিহত হয়েছিলেন আফগানিস্তানের প্রাদেশিক ডেপুটি গভর্নর নিসার আহমদ। বৃহস্পতিবার (৮ জুন) তার জানাজার সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্ত্যত ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলীয় বাদাকশান প্রদেশের বিস্ফোরণে ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাকশান প্রদেশে বিস্ফোরণ

তথ্য ও সংস্কৃতি অফিসের প্রধান মাহজুদিন আহমাদি খ্যামা প্রেসকে বলেছেন, বাদাখশান প্রদেশের ফাইজাবাদ শহরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে মসজিদের ভেতরে ওই বিস্ফোরণ ঘটে।

এর আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট মঙ্গলবার গাড়ি বোমা হামলা চালিয়ে ডেপুটি গভর্নরকে হত্যার দায় স্বীকার করে। ওই হামলায় তার গাড়িচালকও প্রাণ হারিয়েছিলেন। প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের আদালতে যাওয়ার পথে ডেপুটি গভর্নরের গাড়িতে হামলা হয়।

ইত্তেফাক/এএইচপি