রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত, অভিমানে শিক্ষকের আত্মহত্যা

আপডেট : ০৮ জুন ২০২৩, ২০:৫০

বগুড়ার আদমদীঘিতে যৌন হয়রানির মিথ্যা অপবাদ দিয়ে সাময়িক বরখাস্ত করায় অভিমানে হানুরুর রশিদ (৫০) নামে এক মাদরাসা শিক্ষক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলার ছাতিয়ান গ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষক হারুনুর রশিদ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে। তিনি উপজেলার আল আমিন দাখিল মাদ্রাসার শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।

জানা যায়, সম্প্রতি ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে হারুনুর রশিদকে মাদরাসা থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে হতাশ ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি কোলাবাড়িয়া এলাকায় রেলস্টেশনের পাশে চা দোকানে পানি খাচ্ছিলেন। এ সময় হারুন চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আসামাত্রই হাতে থাকা পানির গ্লাস নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত শিক্ষকের পরিবারের দাবি, তিনি স্কুল থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি। অপমান সইতে না পেরেই এই পথ বেছে নিয়েছেন তিনি। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও