চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের টাকা না পেয়ে নুসরাত আলম মিলি (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মোশাররফ হোসেন এবং শ্বাশুড়ি আম্বিয়া বেগমকে আটক করেছে।
নুসরাত উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী সওদাগর বাড়ির মোশাররফ হোসেনের স্ত্রী।
নিহতের মা জোসনে আরা বেগম বলেন, ১৮ মাস আগে মোশাররফ হোসেনের সঙ্গে মিলির বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করতো। বিয়ের সময় যৌতুক হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি। পরে আরও টাকার জন্য আমার মেয়েকে নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। পরে ৪ ধাপে মেয়ের স্বামীকে আরও ১ লাখ ৩০ হাজার টাকা দিয়েছি। তাতেও তাদেও সন্তুষ্ট করা যায়নি। তারা আরও টাকা দাবি করেছে।
বুধবার রাতে টাকার জন্য আমার মেয়েকে মারধর করে তার স্বামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় আমার মেয়ে ফোন করে বলে তার স্বামী রাতে তাকে মারধর করেছে টাকার জন্য। সকাল ১০টার দিকে তার স্বামী মোশাররফ ফোন করে বলে মিলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে হাসপাতালে এনেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।