শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লিভারপুলের ১০ নম্বর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন

আপডেট : ০৮ জুন ২০২৩, ২০:৪৩

লিভারপুলে যোগ দিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অলরেডদের ১০ নম্বর জার্সি গায়ে খেলবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার। 

সর্বশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে নজর কাড়েন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে দুর্দান্ত পারফর্ম করতে থাকেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এতে খুব সহজেই নজর কাড়েন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের। কয়েক মাস ধরে চলা গুঞ্জনকে সত্যি করে লিভারপুলে নাম লেখালেন ম্যাক অ্যালিস্টার।

৪৪ মিলিয়ন ডলারে ৫ বছরের চুক্তিতে অ্যানফিল্ডে যোগ দিলেন এই মিডফিল্ডার। ২০২৮ সাল পর্যন্ত থাকবেন লিভারপুলে। পরবেন ১০ নম্বর জার্সি। 

সর্বশেষ লিভারপুলের ১০ নম্বর জার্সি গায়ে খেলেছিলেন সাদিও মানে। তিনি বায়ার্ন মিউনিখে চলে যাওয়ার পর সেটি ফাঁকাই ছিল। এবার ম্যাক অ্যালিস্টারের গায়ে উঠছে জার্সিটি।

লিভারপুলে যোগ দিয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘এটি অসাধারণ অনুভূতি। এই দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হয়েছে এবং তাদের হয়ে মাঠে নামতে আর অপেক্ষা করতে পারছি না। পুরোপুরি চুক্তি হয়ে যাওয়ায় নতুন মৌসুমের শুরু থেকেই দলের সঙ্গে থাকব। গত বছর দারুণভাবে কাটিয়েছি দেশের হয়ে বিশ্বকাপ জয় এবং ব্রাইটনের হয়ে ছিল কিছু ভালো অর্জনও। তবে এখন লিভারপুলকে নিয়ে মনোযোগী হওয়ার সময়। চেষ্টা থাকবে আরও ভালো খেলোয়াড় হয়ে ওঠার এবং প্রতিনিয়ত আরও ভালো মানুষ হওয়ার।’

 

 

 


  

 

 

ইত্তেফাক/জেডএইচ