ইউক্রেনের ‘নোভা কাখভকা’ বাঁধ লক্ষ্য করে মঙ্গলবার (৬ জুন) হামলা চালায় রুশ বাহিনী। বাঁধ ভেঙে যাওয়ায় রাশিয়া ও ইউক্রেনের অধিকৃত এলাকায় ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। অঞ্চলটির অধিকাংশ মানুষ এখন পানীয় জলের অভাবে ভুগছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণে অবস্থিত খেরসন শহরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে ‘নিপ্রো’ নদীটি। এটি মূলত রাশিয়া ইউক্রেন বিভক্তকারী একটি নদী। ফলস্বরূপ বাঁধটি ভেঙ্গে পড়ার পর দেশটিতে এখন বন্যার সৃষ্টি হয় এবং পুরো শহর পানিতে তলিয়ে যায়। এছাড়াও নদীটির আশপাশে অবস্থিত অঞ্চলগুলোর লাখ লাখ মানুষ এ জলাশয়ে আটকা পড়েছে।
ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ জুন) নিপ্রোর পানি আরও তিন ফিট পর্যন্ত বাড়তে পারে। বন্যার্ত এলাকা ও মৃত্যুর সংখ্যা বাড়বে।
ইউক্রেনীয় এক কর্মকর্তা বিবিসিকে জানান, বন্যার পানিতে সেখানকার ফসল উৎপাদন বন্ধ। আশঙ্কা করা হচ্ছে দেশটির কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে । ধারনা করা হচ্ছে, ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরীণ যুদ্ধই বাঁধটি ধ্বংসের অন্যতম কারণ।
এ ঘটনায় জাপোরিশা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় আন্তর্জাতিক পরমাণুশক্তি সংস্থা।