আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন নতুন মুখ পেসার মুশফিক হাসান। তার মূল লক্ষ্য একজন পেসার হিসেবে নিয়মিত আক্রমণাত্মক ও দক্ষতাপূর্ণ বোলিং দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের আতঙ্কের কারণ হওয়া।
জাতীয় দলে ডাক পাওয়ার পর বৃহস্পতিবার (৮ জুন) প্রথম গণমাধ্যমের সামনে আসেন মুশফিক। তিনি বলেন, ‘পেস বোলাররা সব সময় হিংস্র মেজাজে থাকার চেষ্টা করে। আমিও এর ব্যতিক্রম নই। আমার লক্ষ্য, ব্যাটারদের চমকে দেওয়া এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। কিন্তু এর মানে এই নয়, আমার লাইন এবং লেন্থের সঙ্গে আমি আপোষ করবো। আমি জানি যদি সঠিক জায়গায় বোলিং করতে পারি তাহলে আরও বেশি শক্তিশালী হতে পারবো।’
তিনি আরও বলেন, ‘একজন পেস বোলারের জন্য নির্ভুলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরে পেস। আমি যথাসম্ভব দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং একই সঙ্গে সহজ এবং নির্ভুল রাখার চেষ্টা করবো।’