পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে ননদের মৃত্যু ও ভাবী আহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের (চৌরাস্তা সংলগ্ন) বৃহস্পতিবার (৮ জুন) এ দুর্ঘটনা ঘটে।
মৃত লাইজু বেগম (২৭) ওই এলাকার বাদশা খানের মেয়ে। আহত তানিয়া একই এলাকার বাসিন্দা।
মৃতের পরিবার জানায়, সন্ধ্যায় লাইজু তার বাবার বাড়ির ঘরের লোহার দরজা আটকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তখন ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম দেখতে পেয়ে ছাড়াতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। পরে স্বজনেরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাইজুকে মৃত্যু ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা আক্তার রিমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই লাইজু নামের এক নারীর মৃত্যু হয়। এছাড়াও তানিয়া নামের আরেক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট এক নারীর মৃত্যু আরেক নারী আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।