শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫:৪৫

চুয়াডাঙ্গার দর্শনায় এক ফল ব্যবসায়ীকে নিজ বাড়ীতে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দামুড়হুদা উপজেলার দর্শনার ঘন্যঘরা গ্রামে বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাবর আলী (৪৫) একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল বাবর। রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ীতে ঢুকে তাকে ঘুম থেকে তুলে বাড়ীর উঠনে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, তার বাম কাধে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, হত্যার প্রকৃত কারণ জানতে কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

ইত্তেফাক/আরএজে