চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের ৩০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় ৫ চোরাকারবারি আটক করা হয়। বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড ও পাথিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
আটককৃতরা হলেন ঝিনাইদহের বাঘাডাঙ্গা গ্রামের সেলিম হোসেন (৩০), নড়াইলের এবাদুল মোল্লা (২৬), মাহাবুর হাসান(২৭), রিয়াজ কাজী (২১) এবং শেখ সোহেল রানা (৩৫)।
লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাদা রংয়ের একটি প্রাইভেটকারের সিটের নিচ থেকে ২ কেজি ২৪৫ গ্রাম ওজনের ১৪টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা।
অপরদিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৯ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ সেলিম হোসেনকে আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা।
আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ৪২ টি সোনারবার চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।