জুনের ৩০ তারিখের রেডিটের থার্ড পার্টি অ্যাপ অ্যাপোলো বন্ধ করে দেওয়া হবে। রেডিট সম্প্রতি তাদের এপিআই এর মূল্যতালিকা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মূল্যতালিকা দেওয়ার পর অ্যাপোলোকে প্রতিবছর ২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে।
মূলত কোম্পানিগুলো তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে যেন প্রশিক্ষণ দিতে না পারে এজন্য রেডিট মূল্যতালিকা নির্ধারণ করে। তবে এই সিদ্ধান্ত থার্ড পার্টি অ্যাপের ওপর বিরূপ প্রভাব পড়বে না বলা হয়েছিল।
এর আগে ইলন মাস্কও তার এপিআই-এর মধ্যে বট, থার্ড পার্টি অ্যাপ ইত্যাদির ব্যবহার কমাতে প্রাইসিং বাড়িয়েছিলেন। এবার রেডিটও তা বুঝতে পেরেছে। তার বিরূপ প্রভাব অ্যাপোলোর ওপর পড়েছে। খরচ কুলাবে না দেখে অ্যাপটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।