শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার স্মিথ : কোহলি

আপডেট : ১০ জুন ২০২৩, ১৪:৩১

অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে এই প্রজন্মের টেস্ট সেরা ব্যাটার হিসেবে অভিহিত করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, ধারাবাহিকভাবে রান করা ও অবিশ্বাস্য ব্যাটিং গড়ের কারণে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটার এখন স্মিথ। 

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭ ম্যাচে ৩১টি সেঞ্চুরি আর ৫৩.৭৫ গড়ে ৮৯১৩ রান করেছেন স্মিথ। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসেও করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি, খেলেছেন ১২১ রানের অসাধারন এক ইনিংস। 

২০১৪ থেকে ২০১৭, এই চার বছর স্মিথের ব্যাটিং গড় ছিলো ৭০এর উপর। গত তিন বছর ধরে ব্যাটিং গড় ৫০এর উপরে। পরিকল্পনা করেও স্মিথকে রুখতে পারেন না বিশ্বের বাঘা-বাঘা বোলাররা। 

টেস্টে স্মিথের দুর্দান্ত দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোহলি। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথকে নিয়ে কোহলি বলেন, ‘আমার মতে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ। যে ক্ষমতা দেখিয়েছেন স্মিথ সেটি দুর্দান্ত। এ প্রজন্মের যেকোন ক্রিকেটারের সঙ্গেই তুলনা করা হোক না কেন।’

কোহলি আরও বলেন, ‘সকলেই তার রেকর্ড সর্ম্পকে জানে। ৮৫-৯০ টেস্টে স্মিথের ব্যাটিং গড় ৬০। যা সত্যিই অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘ধারাবাহিকভাবে স্মিথের খেলা ইনিংসগুলো ম্যাচে যেরকম প্রভাব ফেলে, আমি গত ১০ বছরে টেস্ট ক্রিকেটে এরকম প্রভাব ফেলতে কাউকে দেখিনি। তার দক্ষতা আর টেম্পেরামেন্টকে স্যালুট।’

১০৯ টেস্টে ২৮টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৮৪৩০ রান করেছেন কোহলি। তার ব্যাটিং গড় ৪৮.৭২। স্মিথের চেয়ে এখানে বেশ পিছিয়েই রয়েছেন কোহলি।

ইত্তেফাক/এসএস