মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিটি নির্বাচন: বহিরাগতদের বরিশাল ছাড়তে হবে

আপডেট : ১০ জুন ২০২৩, ১৭:২৯

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে সমন্বিত টহল শুরু করেছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। শনিবার সকাল থেকেই নগরীর ওয়ার্ডগুলোতে টহল দিতে দেখা গেছে। সড়কের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সন্দহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে। এদিকে সকাল থেকে র‌্যাব-৮ সদস্যদেরও টহল দিতে দেখা গেছে নগরীতে।

শনিবার সকাল ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সভাকক্ষে সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন কোনো বহিরাগত বরিশাল সিটি করপোরেশনের মধ্যে অবস্থান করতে পারবে না। নির্বাচন উপলক্ষে ৪ হাজার ৪০০ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত করা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৩০০ পুলিশ রয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের নির্দেশনা দেওয়া হয়েছে কোনভাবেই তারা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। সিসি ক্যামেরা রয়েছে, আমরা তার মাধ্যমে মনিটরিং করবো।

র‌্যাবের সংবাদ সম্মেলন। ছবি: ইত্তেফাক

অপরদিকে বেলা ১২টায় র‌্যাব-৮ সভাকক্ষে সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ১৬ টি টহল টিম সিটি করপোরেশন এলাকায় দায়িত্ব পালন করছে। বহিরাগত যারা রয়েছেন তাদের অনুরোধ করবো নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে শহর ছেড়ে যাবেন। অন্যথায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

মাহমুদুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছি। এছাড়া একটি হটলাইন চালু করা হয়েছে। তাৎক্ষণিক যেকোনো সংবাদ ওই নাম্বারে জানানোর অনুরোধ করেন তিনি। হট লাইন নাম্বার (০১৭৭৭৭১০৮০৩)। এদিকে দুপুর ১টার দিকে নগরীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বরিশাল নগরীতে প্রবেশ করে।

উল্লেখ্য, আজ মধ্য রাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এবার ৩০ টি ওয়ার্ডে মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন। ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

 

ইত্তেফাক/এএএম