মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আর্চারিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতল বাংলাদেশ

আপডেট : ১০ জুন ২০২৩, ১৯:০৩

এশিয়া কাপ আর্চারিতে ওয়ার্ল্ড র‌্যাংকিং স্টেজ-থ্রিতে পদক জিতেছে বাংলাদেশ। শনিবার (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের ছেলেরা। হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগরের সমন্বয়ে বাংলাদেশ দল টাইব্রেকারে ব্রোঞ্জ জিতে নেয়। নির্ধারিত সেট পয়েন্ট ৪-৪ সমতায় শেষ হয়। 

এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তীর ছোড়েন। এতে বাংলাদেশের স্কোর হয় ২৯ আর অস্ট্রেলিয়ার হয় ২৭। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পেয়েছে। 

 


 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন