সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ১০ জুন ২০২৩, ১৯:৩৩

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ছাত্রদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিখোঁজ দুই কলেজছাত্র হলেন নগরের মেহেরচণ্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার ওরফে সায়েম (১৯) ও দরগাপাড়া এলাকার গাজী মঈন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৯)। তারা দুজনই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

রাজশাহী মহানগর নৌ থানার ওসি শাহরিয়ার রেজা বলেন, সকালে ৭-৮ জন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামেন। এ সময় সায়েম ও রিফাত নদীর পানিতে তলিয়ে যান।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, এখনো নিখোঁজ দুই ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। তিনটি দলের ছয় ডুবুরি নদীতে উদ্ধারকাজ চালাচ্ছেন। এছাড়াও স্থানীয় ডুবুরিরাও নদীতে নেমেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সম্ভাব্য এলাকায় তল্লাশি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সাঁতার না জানান কারণে তারা পানিতে ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এবি/পিও